চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

হাটহাজারীতে অননুমোদিত লটারির টিকেট বিক্রি: ৩ অটোরিকশা আটক

হাটহাজারী সংবাদদাতা

২৫ ডিসেম্বর, ২০২২ | ১১:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে অননুমোদিত লটারি টিকেট বিক্রিকালে তিনটি সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে। জরিমানা করা হয়েছে ৩০ হাজার টাকা।

গত ২৩ ডিসেম্বর দৈনিক পূর্বকোণ পত্রিকায় ‘লটারির নামে হাটহাজারী থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর অভিযানে নামে উপজেলা প্রশাসন।

রবিবার (২৫ ডিসেম্বর) অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।

অভিযানে আবুল কাশেম, মো. জুয়েল, মো. রাশেদ প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও শহিদুল আলম পূর্বকোণকে বলেন, দুপুর ১ টায় পৌরসদরের কাচারি সড়ক ও বাসস্ট্যান্ড এলাকা থেকে লটারি টিকিট বিক্রয়ের মাধ্যমে প্রতারণার অভিযোগে ৩টি সিএনজি অটোরিকশা আটক করা হয়েছে। এসময় তিনজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

পূর্বকোণ/খোরশেদ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট