চট্টগ্রাম বুধবার, ২২ মার্চ, ২০২৩

সর্বশেষ:

২৫ ডিসেম্বর, ২০২২ | ৭:৪৬ অপরাহ্ণ

লামা-আলীকদম সংবাদদাতা

বান্দরবানে ইয়াবা-গাঁজা নিয়ে দুজন গ্রেপ্তার

বান্দরবানের আলীকদমে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তারা হলেন- ওয়াইবট মুরুং (৪৫) এবং ইং ওয়াই মুরুং (৩০)।

রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার আমতলীতে পৃথক দুটি অভিযান চালানো হয়।

 

সেনাবাহিনী জানায়, উপজেলার পূর্ব পালংপাড়া ও আলীর বাজারে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৩৯০ ইয়াবা এবং ৯২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন সরকার বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট