২৩ ডিসেম্বর, ২০২২ | ১০:১৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে চাঁদের গাড়িচাপায় মোহাম্মদ তানভীর (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে ৮ নম্বর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক। তিনি জানান, সাজেকের ৮ নম্বর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. তানভীর।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুলাল চাকমা বলেন, ‘সাজেক থেকে পর্যটক নিয়ে নামার সময় ৮ নম্বর পাড়া এলাকায় চাঁদের গাড়ি মোটরসাইকেলটি চাপা দেয়। স্থানীয়রা মোটরসাইকেলচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।’
ওসি জানান, দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তানভীরের মৃত্যু হয়। তার বাড়ি চট্টগ্রাম বলে জানা গেছে।
পূর্বকোণ/মামুন/পারভেজ