চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২২ | ১১:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানের সময় ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার পিস ইয়াবা ফেলে পালিয়েছে দুই মাদক চোরাকারবারি। যার বাজারমূল্য ১১ কোটি ২৪ লাখ টাকা।

রবিবার (১১ ডিসেম্বর) ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালীর নাফ নদীর বেড়িবাঁধ থেকে ওই মাদক উদ্ধার করে বিজিবি।

সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফের বিজিবি ব্যাটালিয়ন ২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি বলেন, মিয়ানমার থেকে একটি মাদকের চালান বাংলাদেশে পাচার হবে জানতে পেরে বিজিবির একটি টহল দল খারাংখালী এলাকার লবণ মাঠ ও বেড়িবাঁধ এলাকায় অভিযানে যায়। এ সময় দুই চোরাকারবারি শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। টহল দল তাদের থামতে বলে। তখন চোরাকারবারিরা ২টি পোঁটলা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

তিনি জানান, ফেলে যাওয়া পোঁটলা থেকে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ১১ কোটি ২৪ লাখ টাকা।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট