চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চন্দনাইশে বন্দর কর্মকর্তা অপহরণ

চন্দনাইশ সংবাদদাতা

১০ ডিসেম্বর, ২০২২ | ২:৪৯ অপরাহ্ণ

খালুর বাড়ি থেকে ফেরার পথে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়িতে অপহরণ হয়েছেন মো. জামাল উদ্দিন (৪২) নামে এক বন্দর কর্মকর্তা।

 

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে এই অপহরণের ঘটনা ঘটে।

 

জানা গেছে, পটিয়া পৌরসদরের পোস্ট অফিস এলাকার জামাল উদ্দিন চন্দনাইশ ধোপাছড়ির চামাছড়িতে তার খালাতো ভাই জাফরের বাড়িতে বেড়াতে যান। বিকেলে মোটরবাইক যোগে গাছবাড়িয়া ধোপাছড়ি সড়কে বাড়ি ফেরার পথে সাবেক চেয়ারম্যান মোরশেদুল আলমের বাগান এলাকা থেকে জামালকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় মোটরসাইকেল চালক মো. ইসলামকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

 

স্থানীয়রা জানান, ধোপাছড়ি থেকে বিভিন্ন সময়ে পাহাড়ি সন্ত্রাসীরা বিভিন্ন লোককে অপহরণ করে নিয়ে যায় এবং মুক্তিপণ আদায় করে থাকে। বিগত সময়ে যারা অপহরণ হয়েছে তাদের মুক্তিপণ দিয়ে মুক্তি পেতে হয়েছে। ফলে এলাকার মানুষ অপহরণ আতঙ্কে থাকে সবসময়।

 

এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অপহরণের সংবাদ পেয়ে বান্দরবানের সেনাবাহিনীকে অবহিত করা হয়েছে। তাছাড়া অপহৃত ব্যক্তির পরিবারকে থানায় আসার জন্য বলেছি।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট