চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বান্দরবানে বিজয় দিবস উপলক্ষে মুক্তি পেল এক কারাবন্দী

বান্দরবান সংবাদদাতা

৮ ডিসেম্বর, ২০২২ | ১১:৩৮ অপরাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবান কারাগার থেকে টিংকু দে (৩০) নামের এক বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি ওই বন্দীকে মুক্তি দেন।

জেল সুপার মো. জান্নাত উল ফরহাত জানান, মোটরসাইকেল চুরির মামলায় টিংকুর তিন বছরের জেল হয়। ইতিমধ্যে তিনি ১ বছর ৯ মাস ১৭ দিন কারা ভোগ করেছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় এনে কারা কোড অনুযায়ী তাকে মুক্তি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পত্র পাঠানো করা হয়। রাষ্ট্রপতির সম্মতিতে মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে তাকে মুক্তি দেওয়া হয়।

মুক্তির পর জেলা প্রশাসক টিংকুকে কিছু নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং ভালো কোন কাজকে পেশা হিসেবে গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়।

বন্দী মুক্তির সময় অন্যদের মধ্যে বান্দরবান কারাগারের জেল সুপার জান্নাত উল ফরহাত, জেলার মো. জাহেদুল আলম, ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ ও বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে ১২ বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে বলে বান্দরবান কারাগার সূত্রে জানা গেছে।

পূর্বকোণ/মিনার/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট