চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

‘পাহাড়ে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে’

বান্দরবান প্রতিনিধি

৮ ডিসেম্বর, ২০২২ | ২:০১ অপরাহ্ণ

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও এলজিইডির অর্থায়নে প্রায় ৪৭ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পাহাড়ে উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আলিক্ষ‍্যং বাজারে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনের পর এক জনসভায় মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পাহাড়ে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ সরকারের এই উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাইশারী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আলম। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, উন্নয়ন বোর্ডের সদস্য মো. হারুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শেখ সাদিক, নাইক্ষ‍্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমেন শর্মা, সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লক্ষি পদ দাস, উপজেলা চেয়ারম্যান মো. শফিউল্লাহ প্রমুখ।

 

সভাশেষে মন্ত্রী স্থানীয়দের মাঝে ১৩৭টি সোলার প্যানেল বিতরণসহ গরীব অসহায়দের মাঝে ছাগল ও শীতবস্ত্র বিতরণ করেন।

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট