চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

নৌকার আদলে বাইক সাজিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারে বৃদ্ধ

কক্সবাজার সংবাদদাতা

৭ ডিসেম্বর, ২০২২ | ১:২৪ অপরাহ্ণ

চট্টগ্রাম থেকে দেড়শ কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিলেন ৫৫ বছরের বৃদ্ধ মোহাম্মদ সেলিম। দলের প্রতি ভালোবাসায় নিজের মোটরসাইকেলকে নৌকার আদলে সাজিয়ে কক্সবাজারে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছেন তিনি।

 

মোহাম্মদ সেলিম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ড পশ্চিম মাদারবাড়ি এলাকার মৃত শাহাজানের ছেলে।

 

বুধবার (৭ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম মাদারবাড়ি থেকে রওয়ানা করে সকাল ১০টার দিকে কক্সবাজার সমাবেশ স্থলে পৌঁছান তিনি। সেলিম কক্সবাজারে এসেই নৌকার প্রচারণা শুরু করেন এবং সমাবেশ স্থলে সবার দৃষ্টি কেড়েছেন তিনি।

 

সেলিম বলেন, আমার বাবা মৃত মো. শাহজাহান জাতির জনক বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী ছিলেন। বঙ্গবন্ধুর প্রতি আমার বাবার ভালবাসা দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আদর্শের প্রতি আসক্ত। তাই বাংলাদেশ যে প্রান্তেই আওয়ামী লীগের সমাবেশ হয় বঙ্গবন্ধু কন্যাকে এক পলক দেখতে সমাবেশে যোগ দিই।

 

তিনি আরও বলেন, একসময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেখতে বাসে করে দেশের বিভিন্ন প্রান্তে যোগ দিতাম। এখন মোটরসাইকেল কেনার সামর্থ্য হয়েছে তাই মোটরসাইকেলকে নৌকার আদলে সাজিয়ে সমাবেশে যায়। তারই ধারাবাহিকতায় কক্সবাজারে বাংলাদেশ আওয়ামী লীগের সমাবেশ এসেছি।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট