৫ ডিসেম্বর, ২০২২ | ২:১৪ অপরাহ্ণ
মহেশখালী সংবাদদাতা
কক্সবাজারের মহেশখালীর ছোট মহেশখালী থেকে অস্ত্রসহ নিজাম উদ্দিন বাবুল প্রকাশ হাত কাটা বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কাটা বাবুল ওই এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।
রবিবার (৪ ডিসেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী।
তিনি বলেন, ‘রবিবার গভীর রাতে ছোট মহেশখালীর শীর্ষ সন্ত্রাসী নিজাম উদ্দিন বাবুল প্রকাশ হাত কাটা বাবুলকে লম্বাঘোনা বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ছোট মহেশখালী ইউনিয়নের তেলিপাড়ার সাইক্লোন সেল্টারের দ্বিতীয় তলা থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।’
পূর্বকোণ/পিআর/এসি