চট্টগ্রাম শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

৪ ডিসেম্বর, ২০২২ | ২:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারে পর্যটকবাহী জাহাজে আগুন

কক্সবাজারে টেকনাফ-সেন্টমার্টিন রুটের পর্যটকবাহী একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফের দমদমিয়া ঘাটে এ ঘটনা ঘটে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। তিনি জাহাজ শ্রমিকদের বরাত দিয়ে বলেন, টেকনাফের দমদমিয়া ঘাটে নোঙর করে রাখা পর্যটকবাহী জাহাজে ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। জাহাজে থাকা শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট