চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বান্দরবানের ৩ উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ল ১১ ডিসেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

৩ ডিসেম্বর, ২০২২ | ১০:০৫ অপরাহ্ণ

বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। তবে অন্যসব উপজেলায় ভ্রমণে এই নিষেধাজ্ঞা কার্যকর নয়।

শনিবার (৩ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বান্দরবান সেনা রিজিয়নের পত্রের আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবানের রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় ১১ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় ও বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 

এর আগে ৪ ডিসেম্বর পর্যন্ত রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা চলে আসছিল। ৪ ডিসেম্বর থেকে থানচি উপজেলায় পুনরায় আবার নিষেধাজ্ঞা জারি করা হয়।

উল্লেখ্য, পাহাড়ে জঙ্গিবিরোধী অভিযান পরিচালনার কারণে ১৮ অক্টোবর থেকে বান্দরবানের দুই উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। এরপর ২৩ অক্টোবর থেকে ৪ উপজেলায় নিষেধাজ্ঞা দেয়া হয়। এরপর কয়েক দফায় এ নিষেধাজ্ঞা বাড়ানো হয়।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট