চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

আনােয়ারায় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২১ পরিবার ‍পেল সাড়ে ৩ লাখ টাকা

আনোয়ারা সংবাদদাতা

৩০ নভেম্বর, ২০২২ | ২:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে বন বিভাগের উদ্যোগে ৩ লাখ ৪৫ হাজার টাকার অনুদানের চেক দেয়া হয়েছে।

 

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলা প্রশাসন,বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করে।

 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারার উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

 

বাঁশখালীর জলদির রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান বলেন, বন বিভাগের উদ্যোগে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৩ লাখ ৪৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট