চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যু অগ্নিদগ্ধ শিক্ষার্থীর

আনোয়ারা সংবাদদাতা

২৯ নভেম্বর, ২০২২ | ৮:৪৯ অপরাহ্ণ

অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ১০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আনোয়ারা উপজেলার উত্তর বন্দর গ্রামের মোছাম্মৎ লিজা আকতার (১২)। নিহত লিজা উত্তর বন্দর গ্রামের রশিদ খানের মেয়ে। চার ভাই বোনের মধ্যে লিজা ছিলেন দ্বিতীয়। সে মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন।

 

স্কুলছাত্রীর অকাল মৃত্যুতে পরিবার,স্বজন ও সহপাঠীদের মাঝে চলছে শোকের মাতম। গত সোমবার সন্ধ্যায় ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিট হাসপাতালে তার মৃত্যু হয়। পরে আজ মঙ্গলবার সকালে নিজ গ্রামে তাকে দাফন করা হয়।

 

এর আগে, গত ১৫ নভেম্বর রান্না ঘরে আগুনে পুড়ে গুরুতর আহত হোন লিজা। নিহত লিজার স্বজনরা জানান, রান্না করার সময় পরনের কাপড়ে আগুন লেগে শরীরে ৮০ শতাংশ পুড়ে যায়। স্থানীয় ও স্বজনরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১০ দিন চিকিৎসা শেষে সোমবার সন্ধ্যায় মারা যায় এই স্কুলছাত্রী।

 

পূর্বকোণ/সুমন/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট