২৮ নভেম্বর, ২০২২ | ১১:২৪ অপরাহ্ণ
নানিয়ারচর সংবাদদাতা
রাঙামাটির নানিয়ারচরের বগাছড়ি এলাকার একটি বাড়ি থেকে মোমেনা (৩০) নামে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে মরদেহেটি উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত মোমেনা বেগমের বাড়ি বগাছড়িতে। তার স্বামীর নাম মফিজুল।
বিষয়টি নিশ্চিত করেন নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার। পূর্বকোণকে তিনি বলেন, গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা বা অপমৃত্যু কিনা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
পূর্বকোণ/রনি/মামুন/পারভেজ