চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সাবেক এমপি বদিকে ষাঁড়ের গুঁতো

টেকনাফ সংবাদদাতা

২৭ নভেম্বর, ২০২২ | ১১:২১ অপরাহ্ণ

লড়াই দেখতে গিয়ে ষাঁড়ের গুঁতোর কবলে পড়েছেন উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদি। এ ঘটনায় তিনি সামান্য আহত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন।

রবিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় টেকনাফ সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, এদিন বিকেলে সমুদ্র সৈকত এলাকায় দুই ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। সেখানে অন্য সবার মতো আগ্রহ নিয়ে লড়াই দেখছিলেন সাবেক এই সংসদ সদস্য। খেলা দেখার সময় হঠাৎ ষাঁড় দুটির মধ্যে একটি ছুটে আসে বদির দিকে এবং কিছু বুঝে উঠার আগেই তার গায়ের ওপর উঠে যায়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত সেখান থেকে তুলে নিরাপদ স্থানে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি অনেক বিপজ্জনক ছিল। তিনি যে ষাঁড়ের নিচে পড়েছিলেন তাতে পিষ্ট হয়ে মারা যাওয়ার আশঙ্কা ছিল। তবে তিনি অল্পের জন্য বেঁচে ফিরেছেন।

এ বিষয়ে কথা বলতে একাধিকবার উখিয়া-টেকনাফ আসনের সাবেক এমপি আবদুর রহমান বদির মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

 

পূর্বকোণ/কাশেম/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট