চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ল ৪ ডিসেম্বর পর্যন্ত

বান্দরবান সংবাদদাতা

২৭ নভেম্বর, ২০২২ | ৬:৩৮ অপরাহ্ণ

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরো এক সপ্তাহ বর্ধিত করা হয়েছে। নিরাপত্তার কারণে ২৭ নভেম্বর থেকে এই নিষেধাজ্ঞ বাড়িয়ে ৪ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এ সময়ে এ দুটি উপজেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবে না। তবে জেলার অন্যান্য এলাকাগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকায় সেখানে পর্যটকরা স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারবেন।
রবিবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পাহাড়ে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় বান্দরবান সেনা রিজিয়নের আবেদনের প্রেক্ষিতে ও পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এ নিয়ে অষ্টমবারের মত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞ বর্ধিত করা হয়েছে বান্দরবানে। গত ১৭ অক্টোবর থেকে বান্দরবানে দেশি-বিদেশে পর্যটকদের ভ্রমণে এই নিষেধাজ্ঞা শুরু হয়। প্রথমদিকে বান্দরবানের চারটি উপজেলায় এই নিষেধাজ্ঞা দেয়া হলেও পরবর্তীতে শুধু রুমা ও রোয়াংছড়ি উপজেলাকে রেখে বাকিগুলো বাদ দেওয়া হয়।
পূর্বকোণ/ মিনার/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট