চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অবৈধভাবে মাটি কাটায় কক্সবাজারে ডাম্পার চালকের কারাদণ্ড

কক্সবাজার সংবাদদাতা

২৭ নভেম্বর, ২০২২ | ১২:২০ অপরাহ্ণ

কক্সবাজার সদরে অবৈধভাবে মাটি কাটায় তিনটি ডাম্পার ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার দায়ে ডাম্পার চালককে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

শনিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া।

 

তিনি বলেন, ‘ঝিলংজার দরগাহপাড়া পূর্ব মুক্তারকুল এলাকায় নদী তীরবর্তী খাস জমি থেকে গভীর রাতে অবৈধভাবে মাটি কাটা অবস্থায় চালকসহ একটি ডাম্পার আটক করা হয়। আটক ডাম্পারটি জব্দ করে পুলিশ হেফাজতে পাঠানো হয়। আটক চালককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একটি স্কেভেটর, দুটি ডাম্পারের ড্রাইভার ও সহযোগীরা পালিয়ে যাওয়ায় ডাম্পারসহ স্কেভেটরটি স্থানীয় মেম্বারের জিম্মায় দেওয়া হয়।’

 

তিনি আরও বলেন, ‘অবৈধভাবে খাস ও কৃষি জমি থেকে মাটি কাটার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তরকে বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্যে জানানো হয়েছে।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট