চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে জজের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, আদালত বর্জনের ঘোষণা

কক্সবাজার সংবাদদাতা

২৬ নভেম্বর, ২০২২ | ৯:০৮ অপরাহ্ণ

কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন আইনজীবীরা। পরে ওই জজের প্রত্যাহার দাবিতে তারা আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) বিকালে জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল বলেন, একজন বিজ্ঞ জজ হয়েও বিচারকাজ চলাকালীন আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। যা মোটেও কাম্য নয়। বিষয়টি নিয়ে আইনজীবীরা তার সঙ্গে কথা বললেও তিনি একই আচরণ করতে থাকেন। গত ১৩ অক্টোবর জেলা বারের জরুরি সাধারণ সভার সিদ্ধান্ত অনুসারে বেঞ্চের নানা অনিয়ম, দুর্নীতি তুলে ধরে তা সমাধানের পদক্ষেপ নিতে বিচারক মোহাম্মদ ইসমাইলকে অনুরোধ জানানো হয়। তিনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও নেননি। উল্টো আইনজীবী সমিতির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি আরও বলেন, এ অবস্থায় সমিতির বিশেষ সাধারণ সভা ডেকে সর্বসম্মতিক্রমে জেলা ও দায়রা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাকে প্রত্যাহার না করা পর্যন্ত আদালত বর্জন চলবে।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট