চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বান্দরবানে ডিজিএফআই কর্মকর্তা নিহত : ৬৫ রোহিঙ্গার নামে মামলা

বান্দরবান সংবাদদাতা

২৬ নভেম্বর, ২০২২ | ৮:৫৩ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদক বিরোধী অভিযানে এক ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় আরসা প্রধান আতাউল্লাহ জুনুনিসহ ৬৫ রোহিঙ্গার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা।

 

এর আগে ২৩ নভেম্বর কক্সবাজার ডিজিএফআই’র কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহাগ রানা জানান, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ জুনুনিকে মামলায় প্রধান আসামি করা হয়েছে । অন্য আসামিদের সবাই উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বসবাস করে।

 

ওসি টান্টু সাহা বলেন, এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর সন্ধ্যায় উপজেলার তমব্রু সীমান্তে রোহিঙ্গা শিবিরে মাদক বিরোধী অভিযানকালে এক ডিজিএফআই কর্মকর্তা ও এক রোহিঙ্গা নারী নিহত হন। এ সময় আহত হন একজন র‍্যাব সদস্য।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট