চট্টগ্রাম রবিবার, ০২ এপ্রিল, ২০২৩

সর্বশেষ:

২৬ নভেম্বর, ২০২২ | ৭:৪৫ অপরাহ্ণ

মানিকছড়ি সংবাদদাতা

খাগড়াছড়িতে রাস্তার পাশে পড়েছিল নবজাতক

খাগড়াছড়ির মানিকছড়িতে রাস্তার পাশে পড়ে থাকা এক নবজাতককে জীবিত উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক ওই নবজাতকের পরিচয় জানা যায়নি।

শনিবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার গোদারপাড় এলাকা থেকে শিশুটি উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, দুপুরে রাস্তার পাশে নবজাতক শিশুকে পড়ে থাকতে দেখে ৯৯৯’এ কল দিয়ে পুলিশে খবর দেন এক স্থানীয়। তারা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

মানিকছড়ি থানার এসআই মো. আওলাদ হোসেন জানান, খবর পেয়ে ওই নবজাতককে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করি। শিশুর বয়স দুই দিন হতে পারে। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। পরে শিশুটি স্থানীয় এক নারীর জিম্মায় দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে স্থায়ীভাবে হস্তান্তর করা হবে।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট