চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অসচ্ছল কৃষকের ধান কেটে দিলেন ফজলে করিম এমপি

নিজস্ব সংবাদদাতা, রাউজান

২৬ নভেম্বর, ২০২২ | ১১:৫৯ পূর্বাহ্ণ

রাউজানে নিজের হাতে কাস্তে দিয়ে আমন ধান কেটে অসচ্ছল কৃষকের পাকা ধান কেটে দেয়ার উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। গতকাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া বিলে উপজেলা ও পৌরসভা কৃষক লীগের যৌথ আয়োজনে অসচ্ছল কৃষকদের ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন এমপি। পরে কৃষক লীগের শতাধিক কর্মী ১ম দিনে স্থানীয় অসহায় কৃষকদের ৮০ শতক জমির পাকা ধান কেটে দেন।

 

এই উপলক্ষে আয়োজিত সভায় এমপি বলেন ‘শেখ হাসিনার সরকার কৃষকদের জন্য সারে ভর্তুকি, সহজশর্তে কৃষি ঋণসহ নানান সুবিধা দিচ্ছেন। সরকারের পাশাপাশি আমরাও কৃষকদের বিনামূল্যে উন্নতমানের বীজ প্রদান করেছি। প্রযুক্তির ব্যবহার নিশ্চিতে রাউজানের চাষযোগ্য সকল জমি আবাদের আওতায় আনতে হবে।’

 

রাউজান উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলীর সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, এডভোকেট সমীর দাশগুপ্ত, ইমরান হোসান, সেলিম সাজ্জাদ, আনোয়ারুল ইসলাম, কামরুল ইসলাম বাহাদুর, ইরফান আহমদ চৌধুরী, আলী আজগর চৌধুরী, জানে আলম জনি, আহসান হাবীব চৌধুরী হাসান, মুক্তিযোদ্ধা সাধন পালিত, শওকত হোসেন চৌধুরী, আবদুল লতিফ, আবু ছালেক, মো. এরশাদ, লিটন চৌধুরী, ওয়াহেদ বাবলু, লক্ষ্মী কান্ত চৌধুরী, সুজিত দাশ, সেলিম উদ্দিন, সরওয়ার উদ্দিন, আকবর খান, মিটু দত্ত, এডভোটে অসীম দাশ, এডভোকেট শাহেদ উল্লাহ জনি, বখতিয়া উদ্দিন, ইফতেখার উদ্দিন মুন্না। সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন ও পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জিল্লুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন পিবলু, আবদুল মালেক সিদ্দিকী, আব্দুস ছালাম, মো. আবছার, উত্তম বিশ্বাস, জাহাঙ্গীর আলম মুন্সি প্রমুখ।

 

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট