চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আনোয়ারায় সিইউএফএলে আগুন, সার উৎপাদন বন্ধ

আনোয়ারা সংবাদদাতা

২২ নভেম্বর, ২০২২ | ১২:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) এ্যমুনিয়া প্লান্টে লিপারমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে সাময়িকভাবে সার উৎপাদন বন্ধ রয়েছে।

 

মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সিইউএফএল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা আগুণ নিয়ন্ত্রণে আনে। তবে সিইউএফএলে আগুনের খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় কাফকো, আনোয়ারা, চন্দনাইশ ফায়ার সার্ভিসের ইউনিটগুলো।

 

সিইউএফএল ফায়ার অ্যান্ড সেইভটি বিভাগ সূত্র জানায়, সিইউএফএলের প্রাইমারি রিফরমারি ওয়েস্টেস বয়লারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সিইউএফএলের নিজস্ব দুটি ফায়ার ট্রাক আধঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

 

এ বিষয়ে জিএম (অপারেশন) প্রদীপ কুমার নাথ বলেন, নিজস্ব ফায়ার ট্রাক দিয়ে আমাদের কর্মীরা আগুন দ্রুত নেভাতে সক্ষম হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানতে তদন্ত কমিটি করা হয়েছে। সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি পরীক্ষা-নিরীক্ষা ও মেরামতকাজ শেষে উৎপাদন পুনরায় শুরু হবে।

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট