চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সীতাকুণ্ডে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২২ | ১১:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. ইউসুফ নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭টায় উপজেলার পৌরসভার মীরেরহাট বটতলে এই ঘটনা ঘটে।

 

নিহত যুবলীগ কর্মীর মো. ইউসুফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নুনাছড়া এলাকার মদীন উল্লার ছেলে। তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি ইট, বালুর ব্যবসা করতেন।

বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ। পূর্বকোণকে তিনি বলেন, ‘ইউসুফ নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কী কারণে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।’

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানিম বলেন, ‘সন্ধ্যা ৭টার সময় ইউসুফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায়, ঘাড়ে ও পেটে অনেকগুলো আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শায়েস্তা খান বলেন, ‘ইউসুফ ভাই যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। এর আগেও হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা হয়েছিল। ওই সময় জামায়াত-বিএনপির কর্মীরা সেটা করেছিল। এবার কেন, কারা হামলা করেছে এখনও বলতে পারছি না।’

 

সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সভাপতি মো. শাহাজাহান বলেন, ‘ইউসুফ যুবলীগ সমর্থক ছিলেন। তবে তাঁর কোনো দলীয় পদ ছিল না। কিন্তু স্থানীয়ভাবে জেনেছি এটি দলীয় কোনো ঘটনা নয়। ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তার পার্টনাররা তাকে কুপিয়ে হত্যা করেছে।’

স্থানীয় পৌরসভার কাউন্সিলর মো. আনোয়ার হোসেন বলেন, ‘ইউসুফ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। পাশাপাশি সে ইটবালিসহ নানান ব্যবসা করত। তার ব্যবসায় এলাকার বেশ কিছু যুবকও পার্টনার ছিল।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট