চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাঙামাটিতে আগুনে পুড়ল ৬ বসতঘর

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২২ | ৭:৫০ অপরাহ্ণ

রাঙামাটির রিজার্ভ বাজার এলাকায় ছয়টি বসতঘর আগুনে পুড়ে গেছে। দুই ব্যক্তির মালিকানাধীন ওই বাসায় ১৭টি পরিবার ভাড়ায় থাকতেন। একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

শনিবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টায় সদরের মহসনি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

 

ফায়ার সার্ভিস প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আমরা অসচেতনভাবে বাড়ি তৈরি করে হ্রদে নামার রাস্তা পর্যন্ত রাখিনি। তাই ফায়ার সার্ভিস সদস্যদের লেকে নামতে অনেক সময় লেগেছে। আজ যদি নৌ-ফায়ার স্টেশন থাকতো তাহলে আরও কম সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। সেজন্য নৌ-ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানাচ্ছি। প্রাথমিকভাবে ধারণা করছি, চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপপরিচালক ইকবাল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ঘনবসতিপূর্ণ হওয়ায় ঘটনাস্থলে গাড়ি প্রবেশ ও পানির ব্যবস্থা করতে সমস্যা হয়েছে। তবুও একঘণ্টারও কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্তের পরে জানা যাবে।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট