চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হালদায় বিষ প্রয়োগে মাছ শিকার, একজনের কারাদণ্ড

হাটহাজারী সংবাদদাতা

১৮ নভেম্বর, ২০২২ | ১২:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় আলমগীর নামে একব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম।

 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ২টায় হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের নবনির্মিত হালদা রিসোর্স সেন্টারের কাছে গচ্ছালি খাল থেকে তাকে আটক করা হয়। আটক আলমগীর গড়দুয়ারা ইউনিয়নের আব্দুল মোনাফের ছেলে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বলেন, নদীতে বিষ দিয়ে মাছ শিকারের সময় আলমগীর নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে শিকার করা বেশকিছু চিংড়ি জব্দ করা হয়। মাছ শিকারের সময় স্থানীয় আবুল কালাম ও ওসমান আলমগীরকে আটক করে। এ সময় মাছ শিকারের সাথে জড়িত দুইজন পালিয়ে যায়। আটক আলমগীরকে আজ (শুক্রবার) সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/আর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট