চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

বন্য হাতির আক্রমণে যুবকের মৃত্যু

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

১৪ নভেম্বর, ২০২২ | ৭:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় বন্য হাতির আক্রমণে সায়মন মিয়া (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের আলীর মার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সায়মন ইউনিয়নের চেপ্টা মোড়া এলাকার মমতাজুল হকের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, নিজেদের খেতের পাকা ধান পাহারা দিতে বিগত কয়েক রাত সায়মন সেখানে থাকতো। সোমবার রাতে সে ঘুমিয়ে পড়লে বন্য হাতির একটি দল তাকে আক্রমণ করে। এতে সে মুমূর্ষু অবস্থায় সেখানে পড়ে থাকে। পরে হাতি দেখে লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথিমধ্যে সায়মনের মৃত্যু হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট