চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

পেকুয়ায় মা-ছেলেকে পিটিয়ে জখম

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

১০ নভেম্বর, ২০২২ | ১০:৫২ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় পাওনা টাকা ফেরত চাওয়ায় মা ও ছেলেকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পেকুয়া সদর ইউনিয়নের মগকাটা এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- এনতাহেরা বেগম (৪০) ও তার ছেলে রহিম মিয়া (১৬)। তারা একই এলাকার বাসিন্দা। স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

আহত এনতাহেরা বেগম বলেন, প্রতিবেশী মোহাম্মদ শরীফ আমার কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা ধার নেয়। দীর্ঘদিন ধরে সে টাকা ফেরত দিচ্ছিল না। তার দেওয়া সময়মতে বৃহস্পতিবার বিকেলে টাকা চাইতে গেলে আব্বাস, জাকের, মোহাম্মদ শরীফ, অলি আহমদ ও রেহেনা বেগমসহ ১০-১৫ জন আমাকে আটকে রেখে মারধর করে। আমাকে উদ্ধার করতে গেলে আমার ছেলেও মারধর করে। তারা আমার কানে থাকা ৮ আনা ওজনের একটি কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নেয়। পরে আমার শশুর বাড়ির লোকজন গিয়ে আমাকে উদ্ধার করে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/জাহেদ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট