চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বান্দরবানে মাদ্রাসার দপ্তরি হত্যা, ২ শিক্ষার্থী আটক

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

১০ নভেম্বর, ২০২২ | ৩:১০ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মাদ্রাসার দপ্তরি দিদারুল আলমকে হত্যার ঘটনায় দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার চাকঢালা মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছৈয়দুল আমিন ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানভিরুল ইসলাম আকাশ।

বুধবার (৯ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়। পরে হত্যায় ব্যবহৃত একটি রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিদারকে হত্যার কথা স্বীকার করেছে ছৈয়দুল আলম। তাদের দুজনের মধ্যে এক ছাত্রীর বিষয়ে তর্ক হয়। ওই ছাত্রীর সঙ্গে ছৈয়দুল আলমকে একান্তে কথা বলতে দেখে মাদ্রাসা কর্তৃপক্ষকে জানায় দিদার। পরদিন (৮ নভেম্বর) আমতলী মাঠ থেকে দপ্তরি দিদারের লাশ উদ্ধার করা হয়। ছৈয়দুল আলমের দেওয়া তথ্যমতে উপজেলার খানাকা মসজিদের পাশের ধানক্ষেত থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট