চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে চার বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৮ নভেম্বর, ২০২২ | ১০:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও প্রক্রিয়াজাত এবং লেভেলবিহীন খাদ্যপণ্য বাজারজাতকরণের অভিযোগে চারটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মিয়া বাজার ও টাইম বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

 

তিনি বলেন, অভিযানে জলদি এলাকার আল্লাহর দান বেকারিকে ২০ হাজার, টাইম বাজারের আমানত বেকারিকে ১০ হাজার, মিয়া বাজারে মায়ের দোয়া বেকারিকে ১০ হাজার এবং একতা বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও প্রক্রিয়াজাত, লেভেলবিহীন খাদ্যপণ্য বাজারজাতকরণ, খাদ্যপণ্যে মানব শরীরের জন্য ক্ষতিকারক অ্যামোনিয়া ও অপরিশোধিত আয়োডিনবিহীন লবণ উচ্চমাত্রায় ব্যবহার করায় বেকারিগুলোকে জরিমানা করা হয়।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট