চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চারদিনের মাথায় বান্দরবানে হাতির আক্রমণে আরও একজনের মৃত্যু

লামা-আলীকদম সংবাদদাতা

৮ নভেম্বর, ২০২২ | ১:৪৪ অপরাহ্ণ

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে চিংসাথুই মারমা (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ফাইতং ইউনিয়নের চিংমং মারমার ছেলে। এর আগে ৪ নভেম্বর হাতির আক্রমণে দুজন নিহত হয়েছিলেন।

সোমবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টায় চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, রাত ১০টায় হঠাৎ বসত-বাড়িতে হামলা চালায় ওই হাতি। এ সময় চিংসাথুই মারমাকে আঁচড় দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

ফাইতং ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, ইদানিং এলাকায় হাতির আক্রমণ বেড়ে গেছে। এতে গত কয়েকদিনে তিনজনের মৃত্যু হয়েছে। বিষয়টি খুব মর্মান্তিক।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর একই উপজেলার আজিজনগর ইউনিয়নে হঠাৎ লোকালয়ে এসে বাড়িঘর ও দোকানে ভাংচুর করে বন্য-হাতি। এ সময় দুইজন নিহত ও একজন আহত হন।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট