চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বান্দরবান সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে বৃদ্ধা আহত

বান্দরবান সংবাদদতাতা

৮ নভেম্বর, ২০২২ | ১:১১ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক বৃদ্ধা আহত হয়েছেন।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় সীমান্তের ৪৭ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আহত ওই বৃদ্ধার নাম সোনালী আক্তার (৬১)। তিনি জামছড়ির পশ্চিমপাড়ার বাসিন্দা।

জানা যায়, তাকে স্থানীয়রা উদ্ধার করে সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক। সীমান্তের ওপারে গরু আনতে গেলে সেখানে মাইন বিস্ফোরণে ওই বৃদ্ধা আহত হয়।

স্থানীয় ইউপি সদস্য ফরিদুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, সীমান্তের জিরো লাইনসহ ওপারে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী ও সেনাবাহিনী ব্যাপকভাবে স্থল মাইন পুতে রেখেছে। প্রায় সময় সীমান্ত এলাকায় যাতায়াতকারীরা দুর্ঘটনার শিকার হন। সোমবার ওই বৃদ্ধা সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণের শিকার হন।

উল্লেখ্য, মিয়ানমার সীমান্তে সে দেশের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সাথে সেনাবাহিনী ও বিজিপির মধ‍্যে দীর্ঘ সময় ধরে সংঘর্ষে চলে আসছে।

পূর্বকোণ/মিনার/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট