চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

রাজস্থলীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস পালিত

রাজস্থলী সংবাদদাতা

৭ নভেম্বর, ২০২২ | ৪:০৮ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলীতে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস পালন করা হয়েছে।

 

সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় রাজস্থলী উপজেলার অস্থায়ী বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

 

উপজেলা যুবদলের সভাপতি শামিম আহাম্মদ রুবেলের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্টিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক মঞো মেম্বার, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার, সাংগঠনিক সম্পাদক বাবলু, ডালিম মেম্বার, আইয়ুব চৌধুরীসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ, জনগণ, স্বাধীকারসহ স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনাবিরোধী সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে ৭ নভেম্বর সিপাহি-জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব সংঘটিত হয়েছিল। এই বিপ্লবের মাধ্যমে জাতি পেয়েছিল এক যোগ্য নেতৃত্ব জিয়াউর রহমানকে। যিনি ৭১-এ জাতির চরম ক্রান্তিলগ্নে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে কিংকর্তব্যবিমূঢ় জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার দিকনির্দেশনা দিয়েছিলেন। ৭ নভেম্বরের চেতনাকে বুকে ধারণ করে স্বাধীনতা রক্ষায় আবার সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট