চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে এইচএসসি পরীক্ষা দেয়নি ৫০ শিক্ষার্থী

সীতাকুণ্ড সংবাদদাতা

৬ নভেম্বর, ২০২২ | ৮:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে এইচএসসির প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়নি ৫০ জন ছাত্র-ছাত্রী। রবিবার প্রথম পরীক্ষায় তারা অনুপস্থিত থাকলেও ছিলেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে এতজন শিক্ষার্থী কেন পরীক্ষায় অনুপস্থিত তা নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, রবিবার এইচএসসির বাংলা পরীক্ষা প্রথম দিনে সীতাকুণ্ড উপজেলার চারটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

কেন্দ্রগুলো হলো বিজয় স্মরণী ডিগ্রি কলেজ, সীতাকুণ্ড ডিগ্রি কলেজ, সীতাকুণ্ড সরকারী মহিলা কলেজ, সীতাকুণ্ড কামিল মাদ্রাসা।

বিজয় স্মরণী ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৬৬৭ জন। কিন্তু এদিন পরীক্ষা দিয়েছেন ৬৫৬ জন। এই কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ১১ জন। সীতাকুণ্ড ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৬৭১ জন। কিন্তু পরীক্ষা দিয়েছেন ৬৫৮ জন। অনুপস্থিত ছিলেন ১৩ জন। সীতাকুণ্ড সরকারী মহিলা কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ৬৬৪ জন। পরীক্ষা দিয়েছেন ৬৪৬ জন আর অনুপস্থিত ছিলেন ১৮ জন এবং সীতাকুণ্ড কামিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১৮৯ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ১৮১ জন। পরীক্ষা দেয়নি ০৮ জন। সব মিলিয়ে মোট ৫০ জন শিক্ষার্থী প্রথম পরীক্ষা দেয়নি।

 

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মোট ৫০ ছাত্র-ছাত্রী পরীক্ষা দেয়নি। তবে তারা কি কারণে অনুপস্থিত তা আমরা নিশ্চিত হতে পারিনি।

 

পূর্বকোণ/সৌমিত্র/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট