চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মহিষ লুকিয়ে রেখে ৫০ হাজার টাকা জরিমানা গুনল সীতাকুণ্ডের একজন

সীতাকুণ্ড সংবাদদাতা

৫ নভেম্বর, ২০২২ | ১:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামে সীতাকুণ্ডে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ভেসে আসা আরও তিনটি মহিষ উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মহিষগুলো লুকিয়ে রাখার দায়ে মোহাম্মদ আলী নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন। মোহাম্মদ আলী সোনাইছড়ির ১ নম্বর ওয়ার্ডের আব্দুল মজিদের বাড়ির মো. মোস্তফার ছেলে।

 

শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১২টায় সোনাইছড়ির ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে এসব মহিষ উদ্ধার করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন বলেন, মহিষগুলো লুকিয়ে রাখার খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সেগুলো লুকিয়ে রাখায় মো. আলীকে ৫০ হাজার টাকা জরিমানা হয়। সে জানায়, তার বাড়িতে মহিষগুলো লুকিয়ে রেখেছে দুলাল নামে একব্যক্তি। দুলালের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায় নি। উদ্ধার মহিষগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হবে।

 

 

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভাসানচর ও উড়িরচর থেকে প্রচুর মহিষ ভেসে আসে বিভিন্ন স্থানে। খবর পেয়ে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন এর আগে ১৯৭টি মহিষ উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে। সর্বশেষ এ তিনটি মহিষসহ মোট ২০০টি মহিষ উদ্ধার হয়েছে।

 

পূর্বকোণ/আর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট