চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সীতাকুণ্ডে ‘কিস্তির চাপ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা’

সীতাকুণ্ড সংবাদদাতা

২ নভেম্বর, ২০২২ | ৬:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে এনজিও’র কিস্তির চাপ সইতে না পেরে নাহিদা আক্তার (৩৮) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইকবাল হোসেনের স্ত্রী।

মঙ্গলবার (১ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ওইদিন সকালে কীটনাশক পান করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

স্থানীয়রা জানান, নিহত নাহিদার স্বামী ইকবাল হোসেন সিএনজি অটোরিকশা চালাতো। কিন্তু তিনি এখন কোন কাজ না করায় সংসার চালাতে এনজিও থেকে কিস্তিতে ঋণ নেন নাহিদা। যার বিপরীতে প্রতি সপ্তাহে তাকে চার হাজার টাকা পরিশোধ করতে হতো। কিন্তু প্রতি সপ্তাহে টাকা পরিশোধ করতে না পারা এবং এনজিও’র ক্রমাগত চাপে অতিষ্ঠ হয়ে উঠেন নাহিদা। ফলে মঙ্গলবার সকালে আর সহ্য করতে না পেরে কীটনাশক পান করেন তিনি।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, স্থানীয়রা বলছেন ওই গৃহবধূ বিষপান করে মারা গেছেন। কিন্তু তার বিষপানের কারণ কেউ বলছে না। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট