চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বালু উত্তোলন, বাঁশখালীতে একজনকে লাখ টাকা জরিমানা

বাঁশখালী সংবাদদাতা

২ নভেম্বর, ২০২২ | ৫:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানাপ্রাপ্ত নুরুল আবছার (৩৮) ওই এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে।

 

বুধবার (২ নভেম্বর) নাপোড়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান।

 

তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০-র ১৫ ধারায় একলাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে অবৈধভাবে বালু উত্তোলন করবে না বলেও মুচলেকা নেওয়া হয় তার কাছ থেকে। এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট