চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে গৃহকর্তাকে বেঁধে স্বর্ণালংকার, মোবাইলসহ ৪৫ লাখ টাকার সম্পদ লুট

রাউজান সংবাদদাতা

২৯ অক্টোবর, ২০২২ | ১১:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে আত্মীয়ের বিয়ে বাড়িতে যাওয়ার সুযোগে গৃহকর্তাকে বেঁধে নগদ ৫ লাখ টাকা, ৭০ ভরি স্বর্ণালংকার, মোবাইল, ট্যাবসহ প্রায় ৪৫ লাখ টাকার বেশি সম্পদ লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও নিয়ে গেছে একদিন আগে দুবাই থেকে আসা গৃহকর্তার ছেলের পাসপোর্ট, পরিচয়পত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র।

এ ঘটনায় শনিবার (২৯ অক্টোবর) বিকেলে বাদী হয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করেন দুবাইপ্রবাসী মোহাম্মদ সরোয়ার চৌধুরী। এর আগে শুক্রবার দিবাগত রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকার বৃদ্ধ হাজী মোহাম্মদ আলী চৌধুরীর ঘরে এ ঘটনা ঘটে।

 

গৃহকর্তা হাজী মোহাম্মদ আলী চৌধুরীর বলেন ‘শুক্রবার রাতে আমার নিকটাত্মীয় (সম্মন্ধির) নুরুল আবছারের মেয়ের বিয়েতে গিয়েছিল পরিবারের সবাই। আমি আমার রুমে ঘুমাচ্ছিলাম। গভীর রাতে একদল দুর্বৃত্ত আমার পাকা ঘরের পেছনে লোহার জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে আমাকে কম্বল দিয়ে চেপে ধরে এবং হাত, পা বেঁধে আলমিরার চাবি খুঁজে। এক পর্যায়ে তারা আমার কাছ থেকে চাবি নিয়ে দুই আলমিরা থেকে আমার পুত্রবধূ এবং বেড়াতে আসা মেয়েসহ সবার প্রায় ৭০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা, ৪টি মোবাইল সেট, ১টি ট্যাবসহ দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে আমি পার্শ্ববর্তী ঘরের মানুষজনদের ডাকা-ডাকির পর ফোন করে আমার স্ত্রীকে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা বিয়ে বাড়ি থেকে ফেরৎ আসে। এরপর থানায় বিষয়টি জানালে পুলিশের এস.আই জুলফিকারসহ পুলিশের কয়েকটি দল কয়েকদফা ঘটনাস্থল পরিদর্শন করেন।’

 

বৃদ্ধ হাজী মোহাম্মদ আলী চৌধুরীর জানান, আমার একমাত্র ছেলে দুবাইপ্রবাসী মোহাম্মদ সরোয়ার চৌধুরী তার মামাতো বোনের বিয়ে উপলক্ষে বৃহস্পতিবার প্রবাস থেকে আসেন। তার পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে গেছে দুর্বৃত্তরা।’

দুবাইপ্রবাসী মোহাম্মদ সরোয়ার চৌধুরী বলেন ‘এই ঘটনায় শনিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।’ থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল ‘থানা থেকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি কঠোরভাবে দেখছে পুলিশ। তদন্ত করে যেকোন সময় আসামি গ্রেপ্তার করার চেষ্টা চলছে।’

 

পূর্বকোণ/জাহেদ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট