চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ছুরিকাঘাতের মাস পর কক্সবাজারে ২ যুবকের ওপর এসিড হামলা

রামু সংবাদদাতা

২৬ অক্টোবর, ২০২২ | ১০:০১ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে দুই যুবকের ওপর এসিড নিক্ষেপ করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। ভুক্তভোগীদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে এ হামলা করা হয়েছে। এর আগে ১৭ সেপ্টেম্বর তাদের ওপর ক্ষুর ও ছোরা দিয়ে হামলা চালানো হয়।

এ ঘটনায় আহতরা হলেন- উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের নিরধন বড়ুয়ার ছেলে টিপু বড়ুয়া (৩৪) ও শুভধন বড়ুয়ার ছেলে দিপক বড়ুয়া (৩৩)। দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ১০টায় উপজেলার চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত দিপক বড়ুয়া জানান, বাড়িতে ফেরার পথে চৌমুহনী এলাকায় একটি সিএনজি অটোরিক্সা থেকে আমাদের গায়ে কেউ এসিড ছুঁড়ে মারে। এতে আমাদের শরীর জ্বলতে থাকে। এসিড মনে করেই পরে আমরা চমেক হাসপাতালে ভর্তি হই। তাৎক্ষণিকভাবে ধারণা করছি পারিবারিক শত্রুরা এ কাজে জড়িত। এক মাস আগেও আমাদের ছুরিকাঘাত করা হয়। যার ক্ষত এখনও পুরোপুরি সারেনি।

চমেক হাপসাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, এসিডে দগ্ধ দুজন এখানে ভর্তি হয়েছে। এর মধ্যে টিটু বড়ুয়ার ২০ শতাংশ ও দিপক বড়ুয়ার ১৫ শতাংশ পুড়ে গেছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ৪৮ ঘণ্টা পার হওয়ার আগে তাদের শঙ্কামুক্ত বলার সুযোগ নেই।

 

এ ঘটনায় রামু থানায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে রামু থানার ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, এ বিষয়ে তদন্ত চলছে, জড়িতদের দ্রুত সময়ে শনাক্ত করা হবে।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট