চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

পটিয়ায় সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্টের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২২ | ৯:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় গ্যাস-বিদ্যুৎ ও কৃষি উপকরণের দাম কমানোসহ দশদফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্ট।

বুধবার (২৬ অক্টোবর) উপজেলা সদরে মিছিল শেষে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।

এ সময় বক্তারা বলেন, ফসলের ন্যায্যমূল্য, কোল্ড স্টোরেজ স্থাপন, কৃষকদের আর্মি রেটে রেশনিং চালু, পটিয়া হাসপাতালে দিন ও রাতের শিফটে চারজন করে মহিলা ডাক্তার নিয়োগ, পিডিপি ও পল্লী বিদ্যুৎ সমিতির অনিয়ম, দুর্নীতি, হয়রানি ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এখানকার স্কুল-কলেজে কৃষক পরিবারের ছেলেমেয়েদের বিনাবেতনে অধ্যয়নের সুযোগ প্রদান করতে হবে। বোরো চাষ পুনর্বহাল, অনাবাদি পতিত জমিতে চাষের ব্যবস্থা করা, সার, বীজ, সেচ, গ্যাস-বিদ্যুৎসহ কৃষি উপকরণের দাম কমাতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য স ম ইউনুচ, বাসদ নেতা আল কাদেরী জয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় নেতা রায়হান উদ্দিন, উপজেলা কৃষক নেতা সেলিম উদ্দিন, মুমিনুল হক সাব্বির, জসীম উদ্দিন জীসু, কৃষক নেতা নাসু মিয়া, বাদশা মিয়া, স্বপন দে, মোহাম্মদ লোকমান, সান্টু দে, বাসু দে, নূর মোহাম্মদ প্রমুখ।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট