চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

গর্জনিয়ার হত্যাচেষ্টা মামলায় দুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

২৫ অক্টোবর, ২০২২ | ১১:২৪ অপরাহ্ণ

রামুর গর্জনিয়া ইউনিয়নের পশ্চিমবোমাংখিল গ্রামের আনোয়ার হোসেন কর্তৃক দায়েরকৃত হত্যাচেষ্টা মামলায় মঙ্গলবার (২৫ অক্টোবর) দুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

কারাগারে যাওয়া দুজন হলেন- একই গ্রামের আমির আহমদের ছেলে আব্দুস সালাম এবং বোমাংখিল গ্রামের ফরিদুল আলমের ছেলে নুরুল আবছার।

 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়- গেল ৮ অক্টোবর গর্জনিয়ার বটতলী স্টেশনের নুরুল আলম সওদাগরের দোকানের সামনে পশ্চিম বোমাংখিলের মৃত মো. সোলাইমানের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেনকে হত্যার জন্য হামলা চালায় একদল সন্ত্রাসী। হামলায় নেতৃত্ব দেন আমির আহমদের দুই ছেলে এবং নুরুল আবছার। ঘটনার পর আনোয়ারকে রক্তাক্ত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়।

 

২০ অক্টোবর হামলায় জড়িত ৬ জনের বিরুদ্ধে বাদি হয়ে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করেন আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান- মঙ্গলবার ৬ জন আসামি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক উভয় পক্ষের শুনানি শেষে হামলায় নেতৃত্বদানকারী আব্দুস সালাম এবং নুরুল আবছারকে কারাগারে পাঠান। পাশাপাশি বাকি চারজন আসামি যথাক্রমে আমির আহমদ, নুরুল ইসলাম, ওসমান গণি ও ফজল কাদের প্রকাশ আলাইংগার জামিন আবেদন মঞ্জুর করেন। 

 

পূর্বকোণ/শামীম/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট