চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সন্দ্বীপে জোয়ারে ভেসে আসা ৬ মহিষ লুকিয়ে ফেলার অভিযোগ

সন্দ্বীপ সংবাদদাতা

২৫ অক্টোবর, ২০২২ | ১০:২৬ অপরাহ্ণ

সন্দ্বীপে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অতিরিক্ত জোয়ারের পানিতে ভাষাণচর ও উরিরচর থেকে প্রায় ৬ শতাধিক মহিষ ভেসে গেছে। এগুলোর কিছু সন্দ্বীপ ও সীতাকুণ্ড উপজেলায় ভেসে উঠেছে। সন্দ্বীপ উপজেলার দুই ইউনিয়ন থেকে উদ্ধার হয়েছে ১০৪টি মহিষ। তবে মহিষ মালিকদের অভিযোগ আরো ৬টি মহিষ লুকিয়ে রাখা হয়েছে।

ভাসানচর থেকে আসা মহিষ মালিক মো.আরিফ জানান, গতকাল (সোমবার) রাতে জোয়ারে আমাদের প্রায় ৭শত মহিষ চর থেকে ভেসে যায়। বেশ কিছু মহিষ সন্দ্বীপ উঠেছে বলে আমরা খবর পেয়ে সন্দ্বীপ আসি। এখানে মগধরা ৯ নম্বর ওয়ার্ডে ৪৮টা এবং সারিকাইত ৬ নম্বর ওয়ার্ড থেকে ৫১টি মহিষ পাই। কিন্তু আমাদের কাছে খবর ছিল সেখানে আমাদের আরো ১০টি মহিষ লুকিয়ে রাখা হয়েছে। আমরা আরো ১০টি মহিষের কথা বললে দুইজন ইউপি মেম্বার আমাদের উপর চড়াও হন। পরে আমরা আরো ৪টি মহিষ খুঁজে পাই। এখন সন্দ্বীপ থেকে মোট ১০৪টি মহিষ পেয়েছি। সন্দ্বীপ থানার পুলিশের ওসি শহীদুল ইসলাম জানান, ভেসে আসা মহিষগুলোর মালিকানা সনাক্তের বিষয় রয়েছে। মহিষগুলো স্থানীয় ইউপি সদস্যদের হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল সেগুলো কোর্টে পাঠানো হবে।

 

পূর্বকোণ/নরোত্তম/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট