চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রেললাইনে পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা পেল চট্টগ্রামগামী ট্রেনের যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২২ | ১:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে রেললাইনে বিরাট একটি গাছ উপড়ে পড়ে। এ সময় দূর থেকে গাছটি চালকের দৃষ্টিগোচর হওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেসের যাত্রীরা।

সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টায় উপজেলার বারিয়াঢালা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ট্রেনের চালক আব্দুল আউয়াল জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে রেললাইনে ছোট ছোট অনেক গাছ ও গাছের ডালপালা পড়েছিল। সেগুলো ট্রেনের ধাক্কায় রেললাইন থেকে সরে যায়। কিন্তু রাত ১০টার দিকে সীতাকুণ্ড এলকায় পৌঁছালে রেললাইনের ওপর বিরাট একটি গাছ পড়ে থাকতে দেখি। তাৎক্ষণিক ইমারজেন্সি ব্রেক করলে ট্রেনের গতি কমে আসে। পরে ট্রেনের হালকা ধাক্কাতে গাছটি সরে যায়। গাছটি দৃষ্টিগোচর না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।

জানা গেছে, বিষয়টি কন্ট্রোল রুমে অবহিত করলে রাত পৌনে ১০টায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া উদয়ন এক্সপ্রেস সেখানে যাওয়ার আগেই গাছটি সরিয়ে নেওয়া হয়।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট