চট্টগ্রাম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে জাতীয় দুগ্ধ দিবস পালন

নিজস্ব সংবাদদাতা,কাপ্তাই

৫ জুন, ২০২২ | ৮:০০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ পালন করা হয়েছে। রবিবার (৫ জুন) দিবসটি উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে।

কাপ্তাই আল আমীন নুরিয়া মাদ্রাসা, সুইডিশ নুরিয়া মাদ্রাসা এবং আফসারের টিলা মাদ্রাসা ও এতিমখানার অসহায় ও সুবিধাবঞ্চিত ১২০ জন এতিম শিশুর মাঝে প্রত্যেককে একটি করে সেদ্ধ ডিম ও ২৫০ মিলি করে গরুর দুধ খাওয়ানো হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান নিজে সেসব প্রতিষ্ঠানে গিয়ে শিশুদের হাতে দুধ ও ডিম খাবার তুলে দেন।

“পুষ্টি পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প” শিরোনামে আলোচনা আল আমিন মাদরাসায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. এনামুল হক হাজারী। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ ও কাপ্তাই ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হক মুরাদ।

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট