চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আংশিক মেঘলা আকাশসহ বিরাজ করবে শুষ্কতা

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০১৯ | ৫:৫৬ অপরাহ্ণ

প্রকৃতিতে পুরোপুরি শীত বিরাজ না করলেও বিরাজ করছে শুষ্কতা। আজ সোমবার (১৮ নভেম্বর) আবহওয়ার পূর্বাভাসে বলা হয়, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানায় আবহওয়া অফিস।

পূর্বাভাসের তথ্যানুযায়ী, আগামী দুইদিন (মঙ্গলবার ও বুধবার) দেশের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তার পরবর্তী ৫ দিন তাপমাত্রা কমতে পারে। রবিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ দশমকি ২ ডিগ্রি সেলসিয়াস। টানা ১৭ দিন ধরে দেশে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে তেঁতুলিয়া।

এদিকে আজ এখন পর্যন্ত চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিন্ম তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। দুপুর পর্যন্ত বাতাসে জলবায়ুর আর্দ্রতা ৭৪ শতাংশ হলেও সন্ধ্যায় তা কমে ৮৬ শতাংশ হতে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট