চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সমুদ্র বন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

৬ নভেম্বর, ২০১৯ | ৩:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এছাড়া, আজকের আকাশ সাময়িকভাবে মেঘলাসহ আবহাওয়া প্রধানত : শুষ্ক থাকতে পারে। সেই সাথে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। পূর্বাভাসে আরো বলা হয়েছে, উত্তর/উত্তর-পশ্চিম দিক হতে ঘণ্টায় ৮-১২ কি. মি. বেগে বাতাস প্রবাহিত পারে। পরবর্তী ২৪ ঘণ্টায়

আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে বলে চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে।
গতকালের তাপমাত্রা : গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সে. এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সে.।
আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৬টায় এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে।
জোয়ার-ভাটা : আজ কর্ণফুলী নদীতে প্রথম জোয়ার শুরু হবে রাত ২টা ৩১ মিনিটে এবং প্রথম ভাটা শুরু হবে সকাল ৮টা ৪৩ মিনিটে। দ্বিতীয় জোয়ার শুরু হবে বিকেল ৩টা ১৪ মিনিটে এবং দ্বিতীয় ভাটা শুরু হবে রাত ৯টা ৩১ মিনিটে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট