চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

উত্তর আন্দামান সাগরে লঘুচাপ, প্রকৃতিতে বিরাজ করবে শুষ্কতা

অনলাইন ডেস্ক

৪ নভেম্বর, ২০১৯ | ৪:৪৬ অপরাহ্ণ

উত্তর আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘণীভূত হতে পারে। আজ সোমবার (৪ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এতে বলা হয়েছে, লঘুচাপটি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৭২ ঘণ্টায় লঘুচাপের এলাকা আরো বৃদ্ধি পেতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্র সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, উত্তর আন্দামান সাগরে লঘুচাপটি আরো ঘণীভূত হতে পারে। এটি বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ এখন পর্যন্ত চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিন্ম তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। দুপুর পর্যন্ত বাতাসে জলবায়ুর আর্দ্রতা ৬৭ শতাংশ হলেও বিকালে তা বেড়ে ৭৮ শতাংশ হতে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর। চট্টগ্রামে আজ সূর্যাস্তের সময় ৫টা বেজে ১৪ মিনিট।

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট