চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শীত নামবে নভেম্বরের মাঝামাঝি

আবহাওয়া ডেস্ক

১ নভেম্বর, ২০১৯ | ৯:৫০ অপরাহ্ণ

এ মাস থেকেই তাপমাত্রা কমতে শুরু করলেও শীত আসবে ডিসেম্বরে। আকাশে মেঘের আভাষ না থাকায় এই মুহূর্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও খুব একটা নেই। এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া আগামী সাত দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, চলতি মাসে তাপমাত্রা বাড়ার সুযোগ নেই বরং তাপমাত্রা পর্যায়ক্রমে কমতে থাকবে। ইতিমধ্যে প্রকৃতিতে শীতের প্রভাব  শুরু হয়েছে। ফলে ভোররাতে ও সন্ধ্যায় কুয়াশার দেখা মেলবে।

ধারণা করা যায় এক সপ্তাহ পর থেকে  থেকে কিছুটা ঠাণ্ডা অনুভূত হবে। ডিসেম্বর থেকে শুরু হবে শীত। শীতের প্রভাব ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে।

এদিকে, আজ শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং শনিবার সূর্যোদয় ভোর ৬টা ৫ মিনিটে।

পূর্বকোণ-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট