চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নেই বৃষ্টির সম্ভাবনা, বাতাসে থাকবে শুষ্কতা

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০১৯ | ৪:৪০ অপরাহ্ণ

আজ সকাল থেকেই নগরীর আকাশ ছিলো মেঘহীন, অথচ প্রকৃতিতে ছিলো মৃদু বৃষ্টির ঘনঘটা, যেনো কোনো হাস্যজ্জল তরুণী ডুকরে কেঁদে উঠছে ক্ষণে ক্ষণে ! তবে সোমবারের (২১ অক্টোবর) আগে নিয়মিত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহওয়া অফিস। আগামী দু’দিনের শেষ দিকে বৃষ্টি হতে পারে, এমন সম্ভাবনার কথাই জানাচ্ছেন তারা। আজ শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহওয়া অফিস জানায়, দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এদিকে সাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় অস্থায়ী মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলেও জানানো হয়।

পূর্বাভসে বলা হয়, উল্লেখিত সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া ৭২ ঘণ্টা পর অর্থাৎ সোমবারের শেষ দিকে মৃদু বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ এখন পর্যন্ত চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিন্ম তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। দুপুর পর্যন্ত বাতাসে জলবায়ুর আর্দ্রতা ৭৫ শতাংশ হলেও বিকালে তা বেড়ে ৮৪ শতাংশ হতে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর। চট্টগ্রামে আজ সূর্যাস্তের সময় ৫টা বেজে ২৫ মিনিট।

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট