চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

আগামী দু’দিন বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০১৯ | ৫:৫৮ অপরাহ্ণ

বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে, বাতাসে এখন শীতবার্তা আর শুষ্কতা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী,  মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এখন দেশে ট্রানজিশন সময়ের (বর্ষার বিদায় আর শুষ্ক মৌসুম বা শীতের আগমন) বৃষ্টি হচ্ছে। আর দু-একদিন হালকা বৃষ্টির পর তা বন্ধ হয়ে যেতে পারে। আজ শুক্রবার (১৮ অক্টোবর) আবহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও আবহওয়া অফিস জানায়। আগামী দুদিনে দিনের আবহওয়া পর্যালোচনায় পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে এবং একইসাথে মৃদু বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়। আজ এখন পর্যন্ত চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিন্ম তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। দুপুর পর্যন্ত বাতাসে জলবায়ুর আর্দ্রতা ৮০ শতাংশ হলেও বিকালে তা কমে ৮৩ শতাংশ হতে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।

 

 

 

পূর্বকোণ/এম

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট