চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

১৭ জেলার তাপমাত্রা ১৩ ডিগ্রির নিচে, আরও কমার শঙ্কা

অনলাইন ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০২৩ | ৫:৫২ অপরাহ্ণ

শীতের আমেজ এখন সারা দেশে। কোথাও কোথাও শীতের তীব্রতা বেশি হলেও সুর্য ওঠায় রাজধানীতে কমে এসেছে শীতের তীব্রতা। তবে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে যাওয়ার শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ বলেন, আজ একটি জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। রাতে আরও কিছুটা তাপমাত্রা কমলেও শৈত্যপ্রবাহ বইছে, তা এখনও বলা যাচ্ছে না। আমরা আরও একটা দিন অপেক্ষা করবো। তবে আগামীকাল বেশ কিছু এলাকার তাপমাত্রা কমে যাওয়ার শঙ্কা রয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া শ্রীমঙ্গলে ১১ দশমিক ৪, রাজারহাটে ১১ দশমিক ৫, চুয়াডাঙ্গা, সীতাকুণ্ড, সৈয়দপুর, বদলগাছী ও ঈশ্বরদীতে ১২, দিনাজপুরে ১২ দশমিক ২, যশোর, কুমিল্লা, ডিমলা ও রাজশাহীতে ১২ দশমিক ৫, ফেনীতে ১২ দশমিক ৬ গোপালগঞ্জ ১২ দশমিক ৪, বরিশাল ও নিকলিতে ১২ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

 

তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট